Monday, December 21, 2015

বালি কারোর পায়ের ছাপ মনে রাখে না২১ ডিসেম্বর ২০১৫

বালি কারোর পায়ের ছাপ মনে রাখে না

এক মখমল পাথর বেছানো কৈশোর
নিয়ে চলে গেছে সমুদ্র স্রোত,
আমার দুপাশে লেগে ছিল শুধু
ভাঙনের বালি ধূসর যেমন
শুকনো রোদের দানা উড়ে আসে
ধুয়ে দেয় পিছুটান, যার মানে
এখনো কিছুটা গুঁড়োগুঁড়ো ছেলেমানুষি
লাট্টু ঘুরছে অনেকটা সেইসব
বৃত্তের বাইরে আরও অনেক বৃত্ত
আঁকবে বলে। আমরা থেমেছি,
বানিয়েছি বালিগর্ত নরমে একটু থাকব বলে,
তারপর যে যার গতিতে ছেড়ে গেছি
এইসব কিছু কোনদিন ফিরে এলে
আবার দেখব বলে,
কিন্তু পারিনি, পারব না জানতাম -
বালি কারোর পায়ের ছাপ মনে রাখে না।

4 comments:

earn money to click said...


কিডনি বিক্রি করে অাইফোন কেনার চেষ্টা!

নিজের কিডনি বিক্রি করে আইফোনের নতুন সংস্করণ আইফোন ৬ এস কেনার চেষ্টা করেছেন চীনের দুই ব্যাক্তি।
চায়না ডেইলির এক প্রতিবেদনে জানিয়েছে, উয়ু নামের এক ব্যক্তি নতুন আইফোন কেনার ইচ্ছার কথা তাঁর বন্ধু হুয়াংকে জানান। কিন্তু আইফোন কেনার সামর্থ্য না থাকায় কিডনি বিক্রি করার পরিকল্পনা করেন তাঁরা। ইন্টারনেটের মাধ্যমে অবৈধ অঙ্গ-প্রত্যক্ষ ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে যোগাযোগও করেন। তাদের নানজিংয়ের এক হাসপাতালে পরীক্ষার জন্য আসতে বলা হয়। ১২ সেপ্টেম্বর হাসপাতালে এসে দেখেন সে প্রতিনিধি আসেনি। তখন উয়ু তার কিডনি বিক্রির পরিকল্পনা বাদ দিলেও হুয়াং সিদ্ধান্ত বদলাননি। বিস্তারিত জানতে ক্লিক করুন Bd news

Rajshekhar Mukherjee said...

Darun likhecho dada....😊

Anir... said...

বালি মনে না রাখলেও ছাপগুলো হয়তো মনেই থেকে যায়। ভালো লাগলো খুব।

Limon Ahmed said...

download bangla books