Sunday, March 10, 2013

বাড়ি কার?



৮) বাড়ি কার?

এখানে কে থাকে?
যার বাড়ি সে তো কোনদিন
এই দরজা দিয়ে ঢোকে নি,
এই ঘাস তার মোজা জুতো দেখেনি।

তাহলে এখানে থাকে কে?
কার জামা শুকচ্ছে রোদ আর
কেই বা পিয়ানো?
কারা যেন জড়িয়ে শুয়ে রয়েছে
সকালের টানে গাঢ় পর্দার
ওজনে ঝিমিয়ে থাকে থকথকে ক্লান্তি।

বয়সের হাঁটুতে দুর্বল
একটু একটু করে পিছিয়ে আসি আমরা,
ওখানে ওরাই শুয়ে থাক,
যার বাড়ি সেও তো জানে না!

2 comments:

pushan said...

Golpo bolar dhoron ta kharap na! Chinta vabnar flotation notun kore jolchobi toiri kore but striking noy!

Anonymous said...

srijator kobitar katha money koria diley........